কৃষক হত্যার প্রতিবাদে এবং কৃষক আন্দোলনের সমর্থনে প্রতিবাদ পথসভা বেলডাঙ্গায়

0
48

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

দীর্ঘ ৩১৪ দিন পার করে প্রায় এক বছরের পথে ভারতের কৃষক আন্দোলন। গাজীপুর, টিকরি, সিংঘু বর্ডারে ঘরবাড়ি চাষ আবাদ পরিবার পরিজন ছেড়ে বর্বরোচিত কৃষি কালা কানুন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকগণ। তাদের দাবী, মোদী সরকার নির্দেশিত তিনটি কৃষি আইন বাতিল করতে হবে, বাতিল করতে হবে বিদ্যুত আইনও।

Protest rally
নিজস্ব চিত্র

সংযুক্ত কিষান মোর্চার এই প্রতিবাদকে আজ দেশ ও দেশের বাইরে থেকে সমর্থন জানানো হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে কৃষকদের সমর্থনে ধর্মঘট পালিত হয়েছে। এরই মধ্যে সম্প্রতি লখিমপুরে উত্তরপ্রদেশের এক মন্ত্রীর পুত্র আন্দোলনরত কৃষকদের উপর নির্মম ভাবে গাড়ি চালানোয় প্রাণ হারিয়েছেন অনেক কৃষক।

patha sava
প্রতিবাদ পথসভা। নিজস্ব চিত্র

“এই ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া অত্যন্ত বাঞ্চনীয়। তাই আর ঘরে নয়, সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদের প্রয়োজন হয়ে পড়েছে। ভারত, বাংলা এমনকি বিদেশেও চলছে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ।” তাই এরই প্রতিবাদে পথসভা করল বেলডাঙ্গা আঞ্চলিক পরিষদ।

আরও পড়ুনঃ এবছরেও হবে না কার্নিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি রাজ্যের

এদিন সভা বিশাল না হলেও উপস্থিত ছিলেন আব্দুল হালিম বিশ্বাস, আব্দুল খতিব, তাজমত সেখ, আব্দুর রউফ, সুধাংশু শহীদ, রাসবিহারী মন্ডল, আব্দুল মালেক, আকবর আলি সেখ, মো ইউসূফ, আসিফ বিশ্বাস সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বুদ্ধিজীবীগণ। মঞ্চ থেকে কৃষক হত্যার তীব্র নিন্দা জানানো হয় সেই সাথে সরকারের নানা প্রকল্পের তীব্র নিন্দা জানানো হয় এদিন।

আরও পড়ুনঃ লখিমপুর খেরি যাওয়ার পথে বাধা রাহুল গান্ধীকে, পরে মিলল অনুমতি

বেলডাঙ্গা আঞ্চলিক পরিষদ আপামর জনসাধারণকে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে আসার আহ্বান জানায় বেলডাঙ্গা আঞ্চলিক পরিষদ। কৃষকদের পাশে দাঁড়ানো, কৃষক আন্দোলনে সমর্থন জানানো, সহযোগিতা করা সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে জানান তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here