নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গত ১৭ই অগষ্ট নদীয়ার কল্যানীতে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে নিজেদের পেশাগত দাবি দাওয়া নিয়ে আন্দোলনরত পার্শ্ব শিক্ষক-পার্শ্ব শিক্ষিকাদের উপর পুলিশ আক্রমণ চালায়। অকথ্য লাঠি চার্জের পাশাপাশি ছিঁড়ে দেওয়া হয় শিক্ষক-শিক্ষিকাদের পোশাক বলে অভিযোগ।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে “ধিক্কার মিছিল” সংগঠিত করলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখা।
এদিন সন্ধ্যায় সমিতির রবীন্দ্রনগর স্থিত জেলা দফতর গোলকপতি ভবন থেকে মিছিল শুরু হয়ে ক্ষুদিরাম মোড়,হেড পোষ্ট অফিস রোড়, পঞ্চুরচক,গোলকুঁয়ার চক,বটতলা চক, হাসপাতাল রোড হয়ে পুনরায় জেলা দফতরের শেষ হয়।
আরও পড়ুনঃ শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল
মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ,সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান,জেলা কোষাধ্যক্ষ সত্যকিংকর হাজরা সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব।মিছিলে শতাধিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী যোগ দেন। একই ভাবে এদিন ঘাটাল শহরে এবিটিএ ঘাটাল মহাকুমা শাখা ও এবিপিটিএর উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584