পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
আজ ১ লা ডিসেম্বর,বিশ্ব এইডস দিবস।বিশ্ব এইডস দিবসে এইচ আই ভি ও এইডস রোগ সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে এক সচেতনতা র্যালি করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।

উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে রায়গঞ্জ শহরের রাজপথে এক সচেতনতামূলক র্যালি পরিক্রমা করে।

বিশ্ব এইডস দিবসের এই সচেতনতামূলক র্যালিতে অংশ নেন জেলা স্বাস্থ্যদপ্তরের মুখ্য আধিকারিক ডাঃ প্রকাশ মৃধা, জেলার অতিরিক্ত জেলাশাসক প্রদীপ বিশ্বাস,রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ রায়গঞ্জ পুরসভার স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মীরা,আশা কর্মীরা,রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনসিসি ক্যাডেটের ছাত্রছাত্রীরা এবং রায়গঞ্জ শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।

এইডস রোগ থেকে দূরে থাকার এবং এই রোগ সম্পর্কে নানান সচেতনতামূলক ব্যানার নিয়ে এইডস রোগ প্রতিরোধে আজকের এই র্যালি বলে জানা গিয়েছে।

এইডস রোগ সচেতনতামূলক এই পদযাত্রা রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে বিদ্রোহীমোড়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুনঃ বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে পদযাত্রা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584