বাঁকুড়ায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে পদযাত্রা

0
211

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে পদযাত্রা করে ২২ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের কাছে গন ডেপুটেশন দিলেন বাঁকুড়া শারীরিক সমিতির প্রতিবন্ধীরা।তারা বাঁকুড়া তামলিবাধ থেকে মাচানতলা হয়ে জেলাশাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে।

প্রতিবন্ধীদের ডেপুটেশন। নিজস্ব চিত্র

শারীরিক প্রতিবন্ধীরা পায়ে হেঁটে মিছিলে অংশগ্রহণ করে।পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী মঞ্চের সভাপতি সনত মহন্ত বলেন সরকার বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সরকারিভাবে জানানো হয় বহু প্রতিবন্ধীদের তাদের তরফের সাহায্য করা হয়েছে কিন্তু আদৌ তারা সুযোগ-সুবিধা পাই না। তারা সব দিক থেকেই বঞ্চিত। তাদের দাবি ১০০ দিনের কাজে তাদের নিয়োগ করতে হবে,ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে তাদের সরকারি খাতায় নাম তোলাতে হবে,প্রধানমন্ত্রী আবাস যোজনা ও বাংলার বাড়ি আবাস যোজনা তাদের বাড়ির সুব্যবস্থা করার এবং সরকারি ও বেসরকারি বাসের প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় আসন সংরক্ষণ করতে হবে।সরকারি যোজনায় বাড়ি শৌচাগার হলেও সেখানেও প্রতিবন্ধীদের কোন নাম থাকে না।মুখ্যমন্ত্রী যদিও মানবিক ভাতা দিয়েছেন কিন্তু ১০০০ টাকা তাদের পক্ষে অত্যন্ত কম। দিন গেলেও তাদের খামতি থেকে যায় প্রতি মাসে।

নিজস্ব চিত্র

তাদের এই দাবি মানা না হলে তারা রানী রাসমণি রোডে অনশন এর মাধ্যমে এক বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানান হয় এ দিনের মিছিল থেকে।তারা এই সমস্ত ২২ দফা দাবিতে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেন।

আরও পড়ুনঃ বহরমপুরে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here