মেদিনীপুরে যুদ্ধ বিরোধী মিছিল

0
53

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

যুদ্ধের বিরুদ্ধে, শান্তির দাবিতে মিছিল হলো মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের নাগরিক বৃন্দের উদ্যোগে “বিশ্বমানবতার পক্ষে আমরা সবাই, যুদ্ধ নয়,শান্তি চাই” এই আহ্বানকে সামনে রেখে শনিবার বিকেলে মিছিল হলো মেদিনীপুর শহরের রাজপথে। এদিন মেদিনীপুর কলেজ গেট থেকে মিছিল শুরু হয়ে ক্ষুদিরাম মোড় হয়ে গান্ধী মুর্তির নিকট এসে শেষ হয়।

No War
নিজস্ব চিত্র

মিছিলে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ পরে, প্রজ্বলিত মোমবাতি হাতে, যুদ্ধবিরোধী নানা প্লাকার্ড হতে মিছিলে যোগ দেন। মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা লেখিকা রোশেনারা খান, মিছিলের অন্যতম প্রধান উদ্যোক্তা সমাজকর্মী সঙ্গীতা সিংহ, সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, সাহিত্যিক বিদ্যুৎ পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, নৃত্যশিল্পী সবিতা মিত্র সাহা,বেলদা থেকে আগত শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেরা এবং মেদিনীপুর শহরের নাগরিক বৃন্দ।

নিজস্ব চিত্র

বিশিষ্ট সমাজকর্মী তথা লেখিকা রোশেনারা খান বলেন, আমরা কেউ যুদ্ধ চাইনা, আমরা সবাই শান্তি চাই। একবিংশ শতাব্দীতে সভ্য সমাজে যুদ্ধ জিনিসটা না থাকলেই ভালো। আজকের মিছিলের মূল উদ্যোক্তা সমাজকর্মী সঙ্গীতা সিংহ বলেন, “যুদ্ধ মানেই ধ্বংস, যেটা কখনই কাম্য নয়। আমরা সকলেই বিশ্ব মানবতার পক্ষে।” তিনি মিছিলে যোগদানকারী সমস্ত নাগরিককে উদ্যোক্তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here