‘অর্নব-দ্যা নিউজ প্রস্টিটিউট’: অর্নবকে নিয়ে রামগোপাল বর্মার নতুন ছবি

0
202

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সংগৃহীত

রিপাবলিক টিভির চিফ এডিটর অর্নব গোস্বামীকে টুইটারে অভূতপূর্ব আক্রমণ করে তাকে ‘খবরের জগতের বেশ্যা’ বলে সম্বোধন করলেন চিত্র নির্মাতা রাম গোপাল বর্মা। তিনি জানান যে শীঘ্রই তিনি একটি সিনেমা তৈরী করতে চান। যার নাম হবে ‘অর্নব- দ্যা নিউজ প্রস্টিটিউট’।

পরপর বেশ কয়েকটি টুইট করে তিনি ব্যাখ্যা করেন যে কেন তিনি এরকম অভূতপূর্ব আক্রমণ করলেন এই বিতর্কিত টিভি সঞ্চালককে।

আসলে  অভিনেতা সুশান্তের মৃত্যু নিয়ে তোলপাড় দেশ ও সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের একাংশের মতে সালমান, শাহরুখ,করণ জোহর,একতা কাপুর,যশরাজ,বনশালী প্রমুখ বড় মাপের অভিনেতা, পরিচালক ও তাবড় তাবড় বলিউড প্রতিষ্ঠানের স্বজন পোষণ ও ছোট ছোট অভিনেতাদের সুযোগ থেকে বঞ্চনার কারণ থেকেই অবসাদে আত্মঘাতী হয়েছেন সুশান্ত। তর্ক বিতর্ক চলছে বিভিন্ন সংবাদমাধ্যমে।তবে সুশান্তের  মৃত্যু নিয়ে রিপাবলিক টিভির কাটা ছেঁড়া অন্য মাত্রা যোগ করেছে। সঞ্চালক অর্ণব গোস্বামী বলিউড ইন্ডাস্ট্রিকে জঘন্য ভাবে তুলে ধরেছেন বলেও অভিযোগ। তাই অর্নবকে এক হাত নিয়ে টুইটারে রাম গোপাল বর্মা বলেন বলিউড ইন্ডাস্ট্রিকে যেভাবে অর্নব নোংরাভাবে তুলে ধরেছে সেটা মেনে নেওয়া মুশকিল।দিব্যা ভারতী, শ্রীদেবী ও জিয়া খানের মৃত্যুর সঙ্গেও সুশান্তের মৃত্যুর তুলনা করেছেন অর্নব।

 

রামগোপাল ভার্মা টুইটারে অর্নবকে আক্রমণ করে লেখেন যে অর্নব ভাবে যে বলিউডের শিড়দাঁড়া নেই, যতক্ষণ বিতর্ক চলে ততক্ষণ  কাউকে কথা বলতে দেয়না। তিনি আরও জানান  “তার উপর যে ছবি বানাবো ভেবেছি তার নাম ‘অর্নব’ দ্যা নিউজ প্রস্টিটিউট’। ভেবেছিলাম দুটো নাম- ‘দ্যা নিউজ পিম্প’ ও ‘অর্নব’ দ্যা নিউজ প্রস্টিটিউট’। দুটোই প্রাসঙ্গিক কিন্তু শুনতে ভাল লাগছে ‘অর্নব’ দ্যা নিউজ প্রস্টিটিউট’ নামটি।”

বর্মা আরও জানান যে যদিও নামটিতে শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছে তবুও বলিউডের তরফ থেকে এটাই মোক্ষম জবাব অর্নবকে।এ প্রসঙ্গে অর্ণবের কোনও প্রতিক্রিয়ার প্রয়োজন নেই, কারণ এটা ওর দর্শকদের জন্যই তৈরি করা হবে এবং সেখানেই ফাঁস হবে ওর কীর্তি বলে জানান প্রখ্যাত চিত্র নির্মাতা।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here