রাম পূজার আয়োজন মালদহের পুরাতন রাম মন্দিরে

0
45

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

গভীর রাত পর্যন্ত চলল মালদহের ইংরেজবাজারের মহদীপুরে রাম পূজা। ১০১ টি প্রদীপ জ্বালিয়ে সারারাত রামের আরাধনায় মেতেছিলেন ইংরেজবাজারের মহদীপুরের রাম ভক্তরা। এই এলাকায় অবস্থিত তিনশো বছরেরও পুরনো একটি রাম মন্দির রয়েছে।

people | newsfront.co
প্রদীপ প্রজ্জ্বলন ৷ নিজস্ব চিত্র

মূলত এই রাম মন্দিরে অযোধ্যায় রামমন্দির তৈরির ভূমি পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। ১০১ টি প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল আরতি, রামের পূজা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সামিল হয়েছিলেন মহদীপুরের রাম ভক্তরা। তার পাশাপাশি সন্ধ্যা থেকেই মহদীপুর গ্রামের প্রতিটি বাড়িতে একসাথে জ্বলে ওঠে প্রদীপের শিখা এবং বেজে ওঠে শঙ্খ ধ্বনি ও উলুর ধ্বনি।

আরও পড়ুনঃ এত বছর তাঁবুতে দিন কেটেছে, এখন থেকে মন্দিরে থাকবেন রামলালাঃ মোদী

এই বিষয়ে রাম ভক্ত তথা বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা উত্তম ঘোষ জানান, অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে এ এক ঐতিহাসিক স্মরণীয় দিন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে মহদীপুরের তিনশো বছরের পুরনো রাম মন্দিরে চলেছে পূজা-অর্চনা। সন্ধ্যায় ১০১ টি প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। তার পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here