মনিরুল হক, কোচবিহারঃ
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে বিশ্ব শান্তি যজ্ঞ ও হিন্দু সম্মেলন অনুষ্ঠিত মাথাভাঙ্গায়। মঙ্গলবার মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঁচাগড় বাবুরটারি এলাকায় ওই বিশ্ব শান্তি যজ্ঞ ও হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন যজ্ঞ শুরুর আগে একটি পদযাত্রার করা হয়। এদিনের ওই অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন এলাকা থেকে বিশ্ব হিন্দু পরিষদের পুরুষ ও মহিলারা আসেন। পরে একটি প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বসন্ত কুমার, সাধারণ সম্পাদক গৌতম সরকার সহ আরও অনেকে।
এদিন বিশ্ব হিন্দু পরিষদের সাধারন সম্পাদক গৌতম সরকার বলেন, এখন শুধু সময়ের অপেক্ষা, খুব তাড়াতাড়ি রাম মন্দির নির্মাণ হবে। রাম মন্দির নির্মাণের জন্য মাথাভাঙায় এই যজ্ঞ ও হিন্দু সম্মেলন করা হয়েছে। প্রতি বছর মাথাভঙ্গা সি টিম মাঠে ২৫ ডিসেম্বরে এই বিশ্ব হিন্দু পরিষদের যোগ্য ও সম্মেলন হয়। এবছর অনুষ্ঠানের জন্য মাঠটির অনুমতি না মেলায় পঁচাগড়ের বাবুরটারি এলাকায় করা হয় বলে ওই সংগঠন থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে কর্মীদের,আইসির কাছে দরবার যুবর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584