মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা ভাইরাসের বিষে সারা বিশ্বে শুরু হয়েছে মৃত্যুমিছিল। অন্যান্য দেশের থেকে ভারতও পিছিয়ে নেই কোনও অংশে। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। ছড়িয়ে পড়ছে সংক্রমণ। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।
বন্ধ হয়ে গিয়েছে স্কুল, কলেজ, অফিস, সিনেমা হল। বন্ধ বলিউড, টলিউডের সমস্ত শুটিংও। এমতাবস্থায় দেশবাসীর নস্টালজিয়াকে উসকে দিয়ে টেলিভিশনের পর্দায় ফিরে এসেছে আশির দশকের সুপারহিট টেলিভিশন শো রামায়ণ। এর মধ্যেই এল দুঃসংবাদ। রামায়ণের সুগ্রীব আর নেই।
পরলোক গমন করলেন রামায়ণ পরিবারের অন্যতম সদস্য, অভিনেতা শ্যাম সুন্দর কলানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। রামায়ণে ধারাবাহিকে সুগ্রীবের চরিত্রে অভিনয় করেছিলেন কলানি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহ অভিনেতা অরুণ গোহেল, সুনীল লাহরিরা।
আরও পড়ুনঃ লকডাউনে রণবীরের অভিযোগ দীপিকার বিরুদ্ধে
সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। অবশেষে ৬ এপ্রিল কালকায় মৃত্যু হয় তাঁর। রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’ ধারাবাহিকে সুগ্রীব ও বালির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে ছিলেন তিনি।
রামায়ণ ছাড়াও বি.আর চোপড়া পরিচালিত ‘মহাভারত’ ধারাবাহিকে ভীম-এর চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতা শ্যাম সুন্দরকে বেছে নিয়েছিলেন পরিচালক। কিন্তু অজ্ঞাত কোনও কারণে ভীম-এর চরিত্রে অভিনয় করেননি কলানি। এরপর হীর-রানজা, ত্রিমূর্তি, ছালিয়া বাবু সহ বেশকিছু বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584