নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রামানন্দ সাগর পরিচালিত ধারাবাহিক ‘রামায়ণ’ আজও মনে রেখেছেন দর্শক। বলা ভাল, ধারাবাহিকটি ঘিরে এক দারুণ নস্ট্যালজিয়া কাজ করে দর্শকের মনে।
১৯৮৭-র ২৫ জানুয়ারি থেকে ১৯৮৮-র ৩১ জুলাই অবধি ৭৮ টি পর্বে জাতীয় চ্যানেলে হিন্দি ভাষায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। লকডাউনে সেই ধারাবাহিক ফেরত এসেছে ফের জাতীয় চ্যানেলেরই পর্দায়।
তবে, এবার একটা জবর খবর আছে বাংলা টেলিদর্শকের জন্য। এই ধারাবাহিকটিই বাংলা ভার্সনে আসতে চলেছে খুব শীঘ্রই। স্টার জলসার পর্দায় সোম থেকে রবি রাত ৮ টায় সম্প্রচারিত হবে বাংলা ভাষায় রামায়ণ।
রামের চরিত্রে অরুণ গোভিল, সীতার চরিত্রে দীপিকা চিকলিয়া, মন্থরার চরিত্রে ললিতা পাওয়ার, হনুমানের চরিত্রে দারা সিং। রয়েছেন আরও বহু অভিনেতা।
আরও পড়ুনঃ সেনগুপ্ত পরিবারে বিয়ের আবহ
এই ধারাবাহিক অরুণ গোভিল এবং দীপিকা চিকলিয়াকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। দীপিকা চিকলিয়া এর পরে আর কোনও ছবিও সেভাবে করেননি। টেলিদর্শক তাঁকে সীতা জ্ঞানেই সম্মান করে আজও।
আরও পড়ুনঃ লকডাউন জারি হোক ‘ডোমেস্টিক ভায়োলেন্স’-এ
অরুণ গোভিলকেও সেভাবে আর কোথাও পাননি দর্শক। তবে, এবার আরও একবার ফিরে পাওয়ার পালা তাঁদের। ১ জুন থেকে প্রতিদিন ঠিক রাত ৮ টায় স্টার জলসায় ‘রামায়ণ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584