রামায়ণ ম্যাজিক, ড্রইংরুমে একসঙ্গে টিভিতে চোখ ঘরবন্দীদের

0
28

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

লকডাউনে উত্তর দিনাজপুরে একসঙ্গে টিভি সেটে চোখ তিন প্রজন্মের, রামায়ণ দেখে সময় কাটিয়ে খুশি সকলেই । এক সময় রামায়ণ দেখার জন্য ফাঁকা হয়ে যেত রাস্তাঘাট, ঘরবন্দি হতেন দেশের মানুষ। আর এখন লকডাউন পরিস্থিতিতে সময় কাটানোর রসদ হিসেবে হাজির রামায়ণ। সকাল থেকে ড্রইংরুমে পরিবারের সকলের চোখ টিভি সেটে। সময় কাটানোর ভাল উপায় রামায়ণ বলছেন দর্শকরা।

members |newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লকডাউনে বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেন,পঞ্চায়েতের উপপ্রধান- বাপি হালদার

লকডাউন পরিস্থিতিতে কিভাবে সময় কাটাবেন তা নিয়ে অনেকেই ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না। এই অবস্থায় শনিবার থেকে নতুন করে শুরু হয়েছে রামায়ণ দেখানো। রায়গঞ্জের বড় অংশের মানুষ এদিন টিভিতে রামায়ণ দেখে সকাল কাটান। প্রথম দিনেই রামায়ণ দেখতে যথেষ্ট সাড়া পরে।

এমনকি বিভিন্ন কেবল অপারেটরদের কাছে ফোন করে কত নম্বর চ্যানেলে রামায়ণ দেখানো হচ্ছে তা নিয়ে ঘনঘন জানতে চান অনেক গ্রাহক। অনেকেরই মতে বেশিরভাগ দিনই সকালের দিকে রাস্তাঘাটে বের হচ্ছেন লোকজন। দৈনিক বাজার থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মাঝেমধ্যে ভিড় জমে যাচ্ছে। কারণ কিভাবে সময় কাটাবেন তা নিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই।

আগামীকাল থেকে টিভিতে রামায়ন আরও মানুষ দেখবেন বলে আশা প্রকাশ করেছেন কেবল অপারেটররা। কারন রবিবার থেকে রায়গঞ্জের সমস্ত বাজার দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে মানুষকে আরও ঘরে থাকতে হবে। এই অবস্থায় রামায়ণ মানুষকে গৃহবন্দি করতে কতটা সফল হবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

তবে এদিনই যা সাড়া পাওয়া গিয়েছে তাতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যুগে রামায়ণ এর কার্যকারিতা প্রমাণিত। কারণ প্রচুর মানুষ এদিন শুধুমাত্র রামায়ণের কারণেই সকালের দিকে বাড়ি থেকে বের হননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here