লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়ালো রামকৃষ্ণ পূর্ণানন্দ মাতৃ সংঘ-সমাজ কর্মীরা

0
50

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

পূর্ব বর্ধমান জেলায় নানা সংগঠন, ক্লাব ও সমাজ কর্মীদের উদ্যোগে বিভিন্ন এলাকায় বিলি করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। জেলার বিভিন্ন প্রান্তে ব্যক্তিগত বা সংগঠনগত উদ্যোগে এই বিলি চলছে।
পূর্ব বর্ধমানের মানকরে রামকৃষ্ণ পূর্ণানন্দ মাতৃ সেবা সংঘের উদ্যোগে প্রায় আশিটি পরিবারের হাতে পাঁচ কেজি চাল, ডাল, আলু, সোয়াবিন, সর্ষের তেল ও সাবান তুলে দেওয়া হয়।

old lady |newsfront.co
দুঃস্থদের ত্রাণ বিলি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ উজ্জ্বলা প্রকল্পের গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া শুরু মাথাভাঙায়

এমনকি ভাতারের বাসুদা রামকৃষ্ণ আশ্রমের তরফে এলাকার প্রায় আড়াইশো দুঃস্থ মানুষকে বিলি করা হয় খাদ্য সামগ্রী। এছাড়াও আউস গ্রামের ভেদিয়া ব্রাহ্মণডিহি গ্রামের একটি ক্লাব শতাধিক দুঃস্থ পরিবারের হাতেও তুলে দেয় খাদ্য সামগ্রী। এর পাশাপাশি এদিন গলসি ১ নম্বর ব্লকের রামগোপালপুর বাজার এলাকায় কয়েকজন যুবকের উদ্যোগে শিবির করে খাদ্য দ্রব্য বিলি করা হয়। লকডাউনে এই শিবির আরও চারদিন ধরে চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here