মনিরুল হক, কোচবিহারঃ
করোনা আবহের মাঝে ৫ আগাস্ট রাম মন্দিরের ভূমি পূজা হবে। ৯ ই নভেম্বর থেকে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। সেই উদ্দেশ্য রাম মন্দির নির্মাণের জন্য কোচবিহারের মাটি পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, কোচবিহার জেলার বিভিন্ন মন্দিরের মাটি, সাগরদিঘি এবং তোর্সা নদীর জলও পাঠানো হয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে।
ইতিমধ্যেই জেলার বিভিন্ন মন্দির থেকে সেই মাটি সংগ্রহ করে নানা ধর্মীয় কর্মসূচি পালন করছে বিশ্ব হিন্দু পরিষদ।বিশ্ব হিন্দু পরিষদের কোচবিহার নগর সভাপতি রূপম দে বলেন, রামমন্দিরের পক্ষে যে ঐতিহাসিক রায় হয়েছিল সেই অনুযায়ী আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তি স্থাপন করা হবে।
আরও পড়ুনঃ ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও উদ্বেগে রায়গঞ্জ
সেই উদ্দেশ্য সারা ভারতবর্ষের পাশাপাশি কোচবিহারের বিভিন্ন মঠ মন্দির থেকে আমরা মাটি পাঠাচ্ছি। কোচবিহার জেলা থেকে মাটি উত্তরবঙ্গ প্রান্ত কার্যালয়ে যাবে সেখান থেকে অযোধ্যার উদ্দেশ্য রওনা হবে।
তিনি আরও জানান , কোচবিহার জেলার কোচবিহারের মদনমোহন বাড়ি, বাণেশ্বর, সিদ্ধেশ্বরী, মধুপুর, দিনহাটার মদনমোহন বাড়ি, গোসানিমারি মন্দির সহ বিভিন্ন পুণ্যভূমির মাটি সংগ্রহ করে সেগুলিকে আজ পুজো দেওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে। যজ্ঞ সহ সেখানে নানা কর্মসূচি পালন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584