মোদীর ৭১তম জন্মদিনে শুভেচ্ছা রাষ্ট্রপতি- উপরাষ্ট্রপতির, রাজভবনে বৃক্ষরোপণে ব্যস্ত রাজ্যপাল

0
90

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

১৯৫০ সালে জন্ম। তারপর শুরু হয় লড়াই। টিকে থাকার লড়াই। একসময় পলিটিক্যাল সায়েন্সে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন এবং ওই একই বিষয় নিয়ে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন সেই লড়াকু ব্যক্তি। আজ তাঁরই ৭১তম জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশ। হ্যাঁ, সেদিনের সেই লড়াকু ব্যক্তি আজ ভারতের প্রধানমন্ত্রী।

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

আজ, ১৭ সেপ্টেম্বর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কলকাতার রাজভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন বৃক্ষরোপণ প্রসঙ্গে তিনি বললেন, ‘গোটা বিশ্বের কাছে জলবায়ু পরিবর্তন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সকলেরই উচিৎ গাছ লাগানো। তবেই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন সবাই।’

আরও পড়ুনঃ ব্যাড ব্যাঙ্কের জন্য ৩০,৬০০ কোটি টাকার গ্যারান্টি কেন্দ্রের, নিরাপত্তা প্রদান করবে NARCL

প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’ শুভেচ্ছা জানিয়েছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। টুইটারে তিনি লেখেন, ‘তাঁর দূরদৃষ্টি, তাঁর নেতৃত্ব, তাঁর নিবেদিত সেবা ভারতকে সার্বিক উন্নতির দিকে নিয়ে যাচ্ছে।’ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন তিনিও।

আরও পড়ুনঃ টেলিকম ক্ষেত্রে ১০০ শতাংশ এফডিআই, সিদ্ধান্ত মোদী সরকারের, সুবিধা পাবে না চীন-পাকিস্তান

প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি টুইটারে লেখেন, ‘আজ দেশের প্রিয় নেতা নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জন্মদিনে প্রধনমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here