লাঠি নয় বরং গান গেয়ে জনগনকে সচেতন বার্তা পুলিশের

0
213

পিয়ালী দাস, বীরভূমঃ

রাজ্যে দেখতে দেখতে লকডাউনের আজ নবম দিন। এই কদিনেই সাধারণ মানুষকে সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল পুলিশ প্রশাসনকে। এমনকি লাঠি নিয়ে, বাইরে বেরোনোর অপরাধে বেধরক মারও খেতে হয়েছিল সাধারণ মানুষকে। এই মারের জেরে প্রাণও হারিয়ে ছিলেন অনেকে।

Soumyajit Barua | newsfront.co
গান গেয়ে সচেতনতা পুলিশের।নিজস্ব চিত্র

কিন্তু তারপর মানুষ স্বেচ্ছাতেই সংক্রমণকে রুখতে ঘরবন্দি হয়েছেন। তবে এবার এই লকডাউনকে মানতে পুলিশকে আর লাঠি ধরতে দেখা গেল না। বরং নতুন ছন্দে দেখা গেল এক পুলিশকর্মীকে।

প্রতিদিনের মতোই পরণে খাকি উর্দি আর হাতে লাঠির পরিবর্তে কি না মাইক। প্রথমে পথচলতি মানুষ ভেবেছিল হয়তো কোন সচেতন বার্তা দেবেন এই পুলিশ কর্তা।কিন্তু হঠাৎই পথ চলতি মানুষ শুনতে পেল উর্দিধারী পুলিশ কর্তার গলা থেকে বেরিয়ে আসছে কিশোর কুমারের বিখ্যাত গান।

আরও পড়ুনঃ বাসন মাজা থেকে সংসদীয় এলাকার খোঁজ নেওয়া, একা সামলাচ্ছেন দেবশ্রী

এদিনের এই দৃশ্য অবাক করলো প্রত্যেককেই। করোনা সংক্রমন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অবশেষে গান ধরলেন বীরভূম জেলার রামপুরহাট মহকুমার এস ডি পিও সৌমজিৎ বড়ুয়া ।

প্রত্যেকটি গানের কলির সাথে সাথে মানুষ এই পরিস্থিতিতে কীভাবে একজন অপর জনের সঙ্গে দূরত্ব বজায় রাখবে, তা বুঝিয়ে দিচ্ছিলেন তিনি।

কিশোর কুমারের বিখ্যাত গান-“আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো” বলে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার অদম্য প্রয়াস করেছেন পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here