জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে রণগ্রাম ব্রিজের ওপর দিয়ে বাস চলাচল শুরু হল। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রনগ্রাম ব্রিজের উপর দিয়ে খালি বাস চলাচলের অনুমতি মিলতেই সোমবার থেকে ব্রিজের উপর দিয়ে শুরু হল খালি বাস চলাচল।
এদিন সকালে ব্রিজের উপর দিয়ে ছোট খালি বাস চলাচল ঠিকমত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কান্দি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষ সহ কান্দি থানার একাধিক পুলিশ আধিকারিক। রনগ্রাম ব্রিজের এক প্রান্তে যাত্রীদের নামিয়ে আবার আরেক প্রান্তে যাত্রীদের ওই বাসে যাতায়াতের অনুমতি মেলায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে সাধারণ আমজনতাদের।
আরও পড়ুনঃ জেলা দ্বিনিয়াত-এর উদ্যোগে রক্তদান শিবির তালিবপুরে
যদিও সাধারণ মানুষেরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জোরালো দাবি জানিয়েছেন যে, পুরোনো রনগ্রাম ব্রিজের পাশে নতুন রনগ্রাম ব্রিজ নির্মাণ সম্পন্ন করে খুব শীঘ্রই স্বাভাবিক যান চলাচলের অনুমতি দেওয়া হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584