সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রনগ্রাম ব্রিজ আগামী সোমবার থেকে খুলতে চলেছে এমনটাই জানালেন সাংবাদিক বৈঠকে বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার। সোমবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল রনগ্রাম ব্রিজ পরিদর্শন করার পর বিধায়ক অপূর্ব সরকার জানান, সোমবারের পরিবর্তে সাপেক্ষে কান্দি মহকুমা শাসকের উদ্যোগে প্রশাসনিক বৈঠক হবে এবং তারপর রনগ্রাম ব্রিজের উপর দিয়ে ছোট বাস চলাচলের ছাড়পত্র দেওয়া হবে।
প্রাথমিকভাবে শুধুমাত্র বেসরকারি খালি ছোট বাস সোমবার থেকে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে যাতায়াত করবে, কোন সরকারি বাস যাবে না। যাত্রীদের সুবিধার জন্য রনগ্রাম ব্রিজ সংলগ্ন এলাকায় পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হবে এবং পৌরসভার পক্ষ থেকে আলো ও যাত্রী প্রতীক্ষালয় করা হবে।
আরও পড়ুনঃ আগামী বৃহস্পতিবার থেকে মেট্রোয় মিলবে টোকেন, ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ
এদিনের সাংবাদিক বৈঠকে অপূর্ব সরকার জানান, বাস থেকে প্যাসেঞ্জার নেমে ব্রিজের উপর হেঁটে পার হবে এবং ব্রিজের অপরপ্রান্তে আবার বাসে চেপে যেতে পারবেন। সব মিলিয়ে রনগ্রাম ব্রিজ চালু হলে হয়রানি কিছুটা হলেও কমবে সাধারণ মানুষের, বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584