পিয়া গুপ্তা,ওয়েবডেস্কঃ
বিয়ে শেষ, এখন দিপীকাকে ছেড়ে কাজে মন রণবীরের।সম্প্রতি মুক্তি পেল
অ্যাকশনে ভরপুর রণবীর সিংয়ের ‘সিম্বা’ ছবির ট্রেলার।এতে ‘সিংহাম’র ছোঁয়া থাকলেও‘সিংহাম’ আর ‘সিম্বা’এক নয়।
২০১৫ সালের জনপ্রিয় তেলেগু মুভি;টেম্পারের হিন্দি রিমেক সিম্বা। যেখানে নব্বইয়ের দশকের আঁখ মারে লড়কা শিরোনামের গানটির নতুন সংস্করণে দেখা যাবে রণবীর-সারাকে।ছবির একটি বিশেষ চরিত্রে সিঙ্গাম চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন।
আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিম্বা।এই সিনেমায় রণবীরের সাথে দেখা যাবে সাইফকন্যা সারা আলী খানকে।
‘সিম্বা’তে সম্পূর্ণ বিপরীত ভাবে রণবীরের দেখা মিলবে। সিনেমার ভাষায় ‘মসলা মুভি’র আদর্শ উদাহরণ ‘সিম্বা’।দুর্নীতিগ্রস্ত এক পুলিশ অফিসারের ভূমিকার অভিনয় করছেন রণবীর।তবে দুর্নীতির পর্দা সরিয়ে কীভাবে ‘দুষ্টের দমন’ করবেন ‘সিম্বা’, তা নিয়েই অ্যাকশন-প্যাকড্ ছবি বানিয়েছেন রোহিত শেঠি।‘সিম্বা’র পরিচালক রোহিত শেঠি ও প্রযোজক করন জোহর। ‘দাবাং’ এর পর ফের একবার পুলিশ হিরোর বিপরীতে ভিলেন হিসেবে থাকছেন সনু সুদ।
সিনেমার প্রেক্ষাপট মহারাষ্ট্রের শিবগড়। যেখান থেকে উত্থান হয়েছিলো সৎ পুলিশ অফিসার বাজিরাও সিংহামের অর্থাৎ অজয় দেবগানের।আর তাকে দেখেই অনুপ্রাণিত হয় সংগ্রাম ভালে রাও। কিন্তু বাজিরাওয়ের মতো রবিনহুড রূপে সমাজের ভালো কাজ নয় বরং ঘুষখোর মন্দ মানুষ সে।গল্পের মারপ্যাচে ধর্ষন ও হত্যার শিকার হন এক তরুণী।যে ঘটনাই পাল্টে দেয় ভালে রাওয়ের জীবন।এমনই গল্পের ছবি ‘সিম্বা’। সিনেমায় দুর্নীতিগ্রস্ত পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং।দুর্নীতির পর্দা সরিয়ে কীভাবে দুষ্টের দমন করবেন সিম্বা,তা নিয়েই অ্যাকশন-প্যাকড মুভিটি বানিয়েছেন রোহিত শেট্টি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584