অক্টোবরের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ অনিবার্যঃ এইমস প্রধান

0
94

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনাকালে আবারও এক আশঙ্কার কথা জানালেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে(AIIMS)-র ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। আজ শনিবার তিনি জানান, আগামী ৬ থেকে ৮ সপ্তাহেই ভারতে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ।

randeep guleria | newsfront.co
রণদীপ গুলেরিয়া। সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

এইমস প্রধান বলেন, “ভারতে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য। এই পরিস্থিতিতে একমাত্র উপায় বিশাল সংখ্যায় টিকাকারণ।” তিনি এও বলেছেন, ‘‘বিপুল জনসংখ্যার এই দেশে টিকাকরণ কর্মসূচি সম্পন্ন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়।’’

আরও পড়ুনঃ কমেই চলেছে দেশে দৈনিক সংক্রমণ, মৃত্যু দেড় হাজারের বেশি

রণদীপ গুলেরিয়া জানান, ‘অনেক রাজ্যেই ইতিমধ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। শিকেয় উঠেছে করোনাবিধি। চারপাশ দেখে মনে হচ্ছে, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ থেকে আমাদের কিছুই শিক্ষা হয়নি। ফের জমায়েতও শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে আবারও বাড়বে সংক্রমণ। ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই সংক্রমণ বাড়তে পারে।’

আরও পড়ুনঃ ‘অক্সিজেনের অভাবে মৃত্যু হয়নি রোগীদের’, মকড্রিল তদন্তে হাসপাতালকে ক্লিনচিট যোগী সরকারের

প্রসঙ্গত তিনি কয়েকদিন আগেই জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ে সপ্তাহান্তে লকডাউন বা নাইট কার্ফুতে কাজ হবে না। শৃঙ্খল ভাঙতে একমাত্র দীর্ঘসময়ের জন্য লকডাউন প্রয়োজন। নজর দিতে বলেছেন তিনটি বিষয়ে, ১) হাসপাতালের পরিকাঠামো উন্নত করা ২) টিকাকরণ কর্মসূচিতে আরও জোর দেওয়া ৩) সংক্রমণ রুখতে অতিসক্রিয়তা পরায়ন। মূলত, সচেতনতাই রুখতে পারে করোনার তৃতীয় ঢেউ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here