১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে রণদীপ হুডাকে আইনি নোটিস

0
56

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন রণদীপ হুডা। এমনটাই অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। গীতিকার ও চিত্রনাট্য লেখক প্রিয়া শর্মা ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠালেন অভিনেতাকে। হুডার বিরুদ্ধে অভিযোগ, প্রিয়ার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর থেকে চিত্রনাট্য নিয়েও সেই প্রতিশ্রুতি ভেঙেছেন রণদীপ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রণদীপ হুডার সঙ্গে যোগাযোগ হয় বলিউড স্ক্রিপ্ট রাইটার প্রিয়া শর্মার। এরপরই দ্রুত তাঁর চিত্রনাট্যের উপর কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেছিলেন এই অভিনেতা।

Randeep Hooda
রণদীপ হুডা। সৌজন্যেঃ ইন্ডিয়া টিভি

প্রিয়ার দাবি, তিনি ১২০০-র বেশি গান আর ৪০টি গল্প পাঠিয়েছেন রণদীপ হুডাকে। কিন্তু বছর ঘুরে গেলেও সেই গল্প নিয়ে কোনও কাজ রণদীপ করেননি। প্রিয়ার আরও অভিযোগ, রণদীপের ম্যানেজার পাঞ্চালী চৌধুরী, মেকআপ আর্টিস্ট রেণুকা পিল্লাইকেও তিনি ইমেল ও হোয়াটসঅ্যাপ মারফৎ চিত্রনাট্য পাঠিয়েছেন। কিন্তু তারও কোনও উত্তর পাননি প্রিয়া।

যে নোটিস অভিনেতাকে পাঠানো হয়েছে তাতে লেখা রয়েছে, যে মুহূর্তে প্রিয়া তাঁর গান ও চিত্রনাট্য ফেরত পেতে চান তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অকারণে এই হয়রানির জন্য রণদীপের থেকে দশ কোটি দাবি করেছেন ওই মহিলা স্ক্রিপ্ট রাইটার। যদিও এ বিষয়ে কোনও মন্তব্যই করেননি রণদীপ হুডা।

আরও পড়ুনঃ দুর্ঘটনায় আহত অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেতা

প্রিয়া শর্মার আইনজীবী জানিয়েছেন, রণদীপ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। প্রিয়ার আইনজীবী বলেন, ‘আমার মক্কেল গত ৮ বছর ধরে যে মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে গিয়েছেন, তার ক্ষতিপূরণ তো দিতেই হবে। হরিয়ানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশের রেঞ্জ কমিশনারকে এই অভিযোগটি মেল করেছেন প্রিয়া।’

আরও পড়ুনঃ প্রয়াত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য, শোকস্তব্ধ বাংলা সঙ্গীত জগৎ

অভিনেতা রণদীপ হুডাকে ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ সিনেমায় অভিনেত্রী ইল্লিয়ানা ডিক্রুজা-র বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। এই সিনেমায় প্রথমবার অভিনেতা অভিনেত্রীদের স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here