জয়জীবন গোস্বামী, বাঁকুড়াঃ
দামোদর নদীর অপরূপ সৌন্দর্য টেনে আনছে পর্যটকদের।সবে মাত্র বঙ্গে শীতের আগমন ঘটেছে।আর শীত পড়তে না পড়তেই বিভিন্ন পর্যটক কেন্দ্র গুলোতে ভীড় জমাচ্ছেন পর্যটকরা। সেইমত সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের দামোদর নদীর অপরূপ সৌন্দর্য টেনে আনছে দুরদূরান্ত থেকে পর্যটকদের। এখানেও শীত পড়তেই ভীড় জমাচ্ছেন পর্যটকেরা।এই নদীতে রয়েছে একটি ড্যাম যাকে রণডিহা ড্যাম হিসাবেই চেনে সবাই । বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে মুকুটমনিপুর ও অযোধ্যার পর এই দামোদর নদী ও ড্যাম পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা।বাঁকুড়া, পুরুলিয়া,দুর্গাপুর, বর্ধমান এমনকি ভিন রাজ্য থেকেও এখানে পর্যটকরা পিকনিক করতে আসেন।তবে রণডিহা ড্যামে জল আটকে রাখার যে গেট রয়েছে তার একেবারে মাথায় উঠে পড়ছে আগত পর্যটকরা,সেখান পড়ে গেলে প্রাণহানির মত ঘটনা ঘটতে পারে।প্রশাসনিক কোন নিরাপত্তা নেই।বাঁকুড়া জেলার ডিহিপাড়া অঞ্চলের ধুলাই অঞ্চল থেকে আগত এক পর্যটক সৌমেন মণ্ডল বলেন,প্রশাসনিক কোন নিরাপত্তা নেই যার কারনে পর্যটকরা গেটের উপর উঠে যাচ্ছে।তবে প্রশাসনিক নিরাপত্তা থাকলে ভালো হয়।এ বিষয়ে সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , এখনও পর্যন্ত কোন দুর্ঘটনা ঘটেনি।তবে আমরা ডিভিসি কর্তৃপক্ষকে জানিয়েছি নিরাপত্তা জোরদার করার জন্য।
আরও পড়ুনঃ হাতির হানায় তছনছ দোকান থেকে বাড়ি,উদাসীন বনদফতর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584