ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
ভারতের হাতে আর এক সপ্তাহ সময়। আগামী ১৪ এপ্রিল লকডাউনের শেষ দিন। ১৪ তারিখের পর লকডাউন বাড়ানো হবে কিনা তা নির্ভর করছে এই সপ্তাহের গতিবিধির উপর। তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে দেশজুড়ে প্রতিদিন ৪০০০০ জনের করোনা পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মাধ্যমে দেশের করোনা গতিবিধি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতিমধ্যেই ভুবনেশ্বর ও নয়ডায় দু’টি উচ্চ ক্ষমতাসম্পন্ন মেশিন কার্যকর করা হয়েছে। রোজ ১,৩০০-১,৪০০ নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে সেখানে।
আরও ১২টি এই জাতীয় মেশিন আগামী তিন সপ্তাহের মধ্যে বসছে বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। দেশে এখনও পর্যন্ত ১,১৪,০১৫ জনের বেশি করোনা পরীক্ষা করা সম্ভব হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584