তাপসী পান্নুকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন কঙ্গনার দিদি রঙ্গোলীর

0
173

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে ‘সস্তা কঙ্গনা’ বলে আগেই তোপ দেগেছিলেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলী চান্ডেল। এবার তাপসীকে সরাসরি ‘কাকু’ বলে সম্বোধন করলেন তিনি। তাপসী পান্নু নারীসুলভ নন বলেও দাবি করেন রঙ্গোলী।

Rangoli Chandel on Taapsee Pannu
কঙ্গনা রানাওয়াত,রঙ্গোলী চান্ডেল- তাপসী পান্নু

২ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায় তাপসী পান্নু অভিনীত ছবি ‘হসিনা দিলরুবা’। ওই ছবিতে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না তাপসী। তাঁর ডাক পড়ে অনেক শেষে। এ কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই বলেছেন তাপসী।

ওই ছবির প্রসঙ্গ টেনে এনেই ইনস্টাগ্রাম স্টোরিতে রঙ্গোলী চান্ডেল লেখেন, “অদিতি রাও হায়দারির মতো অভিনেতা কেন হাসিনা দিলরুবার মতো সিনেমা করতে পারে না? আধুনিক কিন্তু একই সঙ্গে গৃহবধূর চরিত্রে যিনি ছিলেন একেবারে আদর্শ, যে ভালবাসার জন্য পাগল, যে সুন্দর অথচ জটিল… যে নারীসুলভ অথচ ভঙ্গুর।এরকম অভিনেত্রীকে না নিয়ে ছবিতে তাপসী পান্নুর মতো একজনকে নেওয়ার কারণ কী? সেটা কিছুতেই বুঝতে পারছি না।”

এখানেই থেমে থাকেননি রঙ্গোলী। ইনস্টাগ্রাম পোস্টে তাপসীকে সরাসরি উদ্দেশ্য করে তিনি লেখেন, “তার বদলে কাকে নেওয়া হল? তাপসী আঙ্কলকে। ওকে ভীষণ অ্যাথলেটিক লেগেছে এই ছবিতে। এই কঙ্গনা হ্যাংওভার কেন?”

আরও পড়ুনঃ বিচ্ছেদ ঘোষনা হতেই ফতিমা সানাকে জড়িয়ে আমিরকে নিয়ে ট্রোল শুরু নেট দুনিয়ায়

ইন্ডাস্ট্রিকে উদ্দেশ্য করেও তিনি লেখেন, “শুনে নাও ইন্ডাস্ট্রি এখানে একটাই কঙ্গনা। সস্তা কঙ্গনার কপির কোনও জায়গা নেই।” পরিচালকদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “ভুল কাস্টিং করে ছবিগুলো নষ্ট কোরো না…।” যদিও এই বিষয়ে একটা বাক্যও ব্যয় করেননি অভিনেত্রী তাপসী পান্নু।

আরও পড়ুনঃ রাজা চন্দর ওয়েব সিরিজ ‘কাটাকুটি’-তে হিরোইনের ভূমিকায় মানসী

নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তাপসীর চরিত্র ওই ছবিতে এক গৃহবধূ। যদিও সেটি সীমিত পরিচয়। পরে ঘটনাচক্রে তাতে এসে মেশে অনেক রহস্য-রোমাঞ্চ। ছবিতে তাপসী ছাড়াও রয়েছেন হর্ষবর্ধন রাণে (নীল ত্রিপাঠি) এবং বিক্রান্ত মাসে (ঋষভ)। তাপসীর চরিত্রের নাম রানি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here