১০০০ পর্বে ‘রানী রাসমণি’

0
508

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পেরিয়ে গিয়েছে অনেকটা পথ। হালিশহরের কিশোরী রানি জানবাজার রাজবাড়িতে এল রাজচন্দ্র দাসের স্ত্রী হয়ে। ভরসা পায় স্বামী, শ্বশুর এবং শাশুড়ির। চক্রান্তকারীর সংখ্যাও কম ছিল না। একদিন সকলের মন জয় করে রানী হয়ে উঠলেন সকলের ‘রানী মা’। তিনি রানী রাসমণি।

Rani Rashmoni | newsfront.co

স্কুল পড়ুয়া দিতিপ্রিয়া রায়কে প্রাপ্তবয়স্কা রানী মায়ের চরিত্রে দেখছেন দর্শক। রানী মা আজ বৃদ্ধা। তাতে কী? চরিত্রে বহাল সদ্য স্কুলের গণ্ডি পেরনো সেই দিতিপ্রিয়াই। রয়েছে আরও বহু চরিত্রের আনাগোনা।

Rani Rashmoni | newsfront.co

সময়ের তরণী বেয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুরোহিত হয়ে এসেছেন শ্রী রামকৃষ্ণ। বিধবা বিবাহের সমর্থক রানীর লড়াই এই মুহূর্তে ধারাবাহিকের মূল আগ্রহের বিষয়। এতসবের মাঝেই ২৪ জুলাই ১০০০ পর্বে পা রাখতে চলেছে এই ধারাবাহিক।

Rani Rashmoni | newsfront.co

আরও পড়ুনঃ ‘প্রথমা কাদম্বিনী’ পরিচালনার দায়িত্ব ছাড়ছেন স্বর্ণেন্দু সমাদ্দার, সরছেন লেখিকা সাহানা দত্ত’ও

‘সুব্রত রায় প্রোডাকশন’-এর হাত ধরে আগমন ধারাবাহিক রানী রাসমণির। পরে কিছু জটিলতা সৃষ্টি হওয়ায় তা চলে যায় জি বাংলার নিজের ঘরে৷ শুরুর দিন থেকে আজও দর্শকের কাছে সমান আদরের এই ধারাবাহিক। টি আর পি’র কাঁটা ওঠানামা করলেও জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি কোনওদিন।

Ditipriya Roy | newsfront.co

‘রানী রাসমণি’ ধারাবাহিকের ১০০০ পর্ব দেখতে ভুলবেন না ২৪ জুলাই সন্ধে সাড়ে ৬ টায় জি বাংলায়৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here