রানী শিরোমণির মূর্তি উন্মোচন নিয়ে কুতুরিয়া স্কুলে চূড়ান্ত প্রস্তুতি সভা

0
45

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

আগামী ১৯ শে সেপ্টেম্বর সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের উদ্যোগে তৈরি রানী শিরোমণির পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন হবে। এই উপলক্ষ্যে বর্ণাঢ্য বাইক র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই কর্মসূচিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয় সভাগৃহে অনুষ্ঠিত হলো চূড়ান্ত প্রস্তুতি সভা। সভায় সবাইকে স্বাগত জানিয়ে সেদিন কর্মসূচির পূর্ণাঙ্গ বিবরণ পেশ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুনাশু দে।

নিজস্ব চিত্র

সভায় সভাপতিত্ব করেন ডিসিসিআই এর সভাপতি আনন্দগোপাল মাইতি। উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য উষা কুন্ডু,মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া,ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক ড.সুরজিৎ ঘোষাল, সমাজসেবী এডি বর্মন, সমাজসেবী রামমোহন ব্যানার্জী,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক সোমনাথ দেব, সমাজসেবী আসিফুর রহমান, শিক্ষক অরিজিত সিনহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ছিলেন গ্রামবাসীবৃন্দ, অভিভাবক বৃন্দ ও বিদ্যালয়ের  শুভানুধ্যায়ীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here