নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
পাক্কা তিনটি বছর মুম্বইতে কাটানোর পর ঘরের ছেলে ঘরে ফিরে হাত দিয়েছেন ওয়েব সিরিজ বানানোর কাজে, তিনি সৌপ্তিক চক্রবর্তী। লকডাউন ঘোষণার পরই নিজের রাজ্যে ফেরেন অভিনেতা এবং ওয়েব সিরিজ দিয়েই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে তাঁর।

‘খেলা হবে’র ডামাডোলে তাঁর প্রথম সিরিজের নাম রেখেছেন ‘খেলা শুরু’। তা এই খেলার খিলাড়ি কারা? সৌপ্তিক-রনিতার প্রেমের ব্যাপারে জানে না এমন কে আছে? সেই রনিতাই তাঁর সিরিজের মহিলা খিলাড়ি থুড়ি নায়িকা। আর নায়ক ইন্দ্রাশিস রায়।

গল্পে লিভ-ইন করছে অভিষেক-শ্রেষ্ঠা। তাদের কেন্দ্রে রেখেই এগোবে গল্প। টান টান রহস্য রোমাঞ্চ আর উত্তেজনা সম্বল। গল্পের দিকে তাকালে দেখা যাবে, আর্ট কলেজ থেকে পাশ করেও অভিষেক (ইন্দ্রাশিস) প্রতিষ্ঠিত শিল্পী হয়ে উঠতে পারেনি। রং-তুলির বদলে তার বেশি নেশা ছবি নিয়ে জুয়া খেলার প্রতি। ছবি নিলাম করে উপার্জন করে সে। এভাবেই একদিন ছবি বিক্রি করতে গিয়ে তার এবং তার প্রেমিকা শ্রেষ্ঠার (রণিতা) হাতে আসে একটি অলৌকিক ছবি। সেই ছবির দৌলতে প্রচুর টাকা হাতে পায় তারা। আর এর জন্য একটি খেলা খেলতে হয় দুজনকে। কী সেই খেলা? সেটাই বড় প্রশ্ন। উত্তর দেবে ৯ পর্বের ভৌতিক-রহস্য রোমাঞ্চ সিরিজ ‘খেলা শুরু’।

আরও পড়ুনঃ পর্দায় লেখকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গান গাইবেন গার্গী
ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। প্রেমিক সৌপ্তিকের হাত ধরেই ওয়েব সিরিজে অভিষেক ঘটতে চলেছে রনিতার। বেশ অনেকদিন হল টেলিভিশন থেকে দূরে তিনি। থিয়েটার করেন অবশ্য। তবে, এবার একেবারে নতুন ইমেজে নতুন প্ল্যাটফর্মে আগমন ঘটছে রনিতার। ইন্দ্রাশিস এখন বেজায় ব্যস্ত ‘ধুলোকণা’ ধারাবাহিক নিয়ে। সেখানে তিনি হিরো। এবার তাঁরও অন্য ইমেজ দেখবে দর্শক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584