এবার রানু মণ্ডলের কণ্ঠে শোনা গেল ইয়োহানির ‘মানিকে মাগে হিথে’, ভাইরাল ভিডিও

0
71

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল শ্রীলঙ্কা কন্যা ইয়োহানি ডি’সিলভার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ গানটি। এবার তা আবারও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার ‘মানিকে মাগে হিথে’ গানটি গেয়েছেন রানু মণ্ডল। হ্যাঁ, ইনিই রানাঘাটের সেই রানু মণ্ডল, যিনি ‘প্যায়ার কা নাগমা’ গেয়ে বিখ্যাত হয়েছিলেন। এবার সিংহলি গায়িকা ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিথে’ গেয়ে আবারও নেটদুনিয়ার প্রশংসা কুড়োলেন রানাঘাটের রানু মণ্ডল।

Ranu Mandal

আপাতত ভাইরাল রানু মণ্ডলের গাওয়া সিংহলী গানের সেই ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাল রঙের টি-শার্ট পরেছেন রানু। পরনে নেই চিরাচরিত শাড়ি বা নাইটি। এক ইউটিউবার নিজির চ্যানেলে রানুর এই গানের ভিডিও পোস্ট করেছেন।

আরও পড়ুনঃ প্রথম বিদেশযাত্রা রাজপুত্রের, বিমানবন্দরে মা শুভশ্রীর সঙ্গে ঘুড়ে বেড়াল ছোট্ট ইউভান

অনেকেই বলছেন, উচ্চারণের একটু সমস্যা থাকলেও সুর ঠিকই আছে। আবার ভিডিওটি দেখে এবং রানু মণ্ডলের কণ্ঠে এই গানটি শোনার পর কেউ কেউ বলছেন, এত সুন্দর গানটাই নষ্ট হয়ে গেল। এসবে অবশ্য কর্ণপাত করেননি রানাঘাটের ‘লতা’। ইতিমধ্যেই ইউটিউবে রানুর সেই নতুন ভিডিও দেখেছেন প্রায় ৬৩ হাজার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here