নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
বলিউডের খিলজি রণবীর সিং ওয়েবে পা দিচ্ছেন বিয়ার গিলসের হাত ধরে, তা ইতিমধ্যেই জেনে গিয়েছে দর্শক। কিন্তু আরেকটা খবর জানেন কি, খিলজি খুব শীঘ্রই ডেবিউ করছেন টেলিভিশনের পর্দায়। হিন্দির প্রথম সারির বিনোদন চ্যানেল কালারস-এর পর্দায় একটি ইউনিক কুইজ শো-তে অভিষেক ঘটতে চলেছে অভিনেতার।
শো-টির নাম ‘দ্য বিগ পিকচার’। শো-তে হোস্টের ভূমিকা পালন করবেন রণবীর। বলতে দ্বিধা নেই এই ভার্সেটাইল অভিনেতার ভক্তসংখ্যা অগণিত। অভিনয়ের দৌলতে পুরস্কারের ঝুলিও পরিপূর্ণ।
‘দ্য বিগ পিকচার’ দেখা যাবে ভুট এবং জিও টিভিতেও। শো-এর ব্যাপারে বিশেষ কিছু ভেঙে বলা হয়নি চ্যানেলের তরফে।
আরও পড়ুনঃ অস্কারে নিমন্ত্রিত বিদ্যা বালান, একতা কাপুর, দীপিকা পাড়ুকোনরা
নিজের এই নতুন ভূমিকা প্রসঙ্গে রণবীর জানান- “এই প্রথমবার আমি টেলিভিশনের পর্দায় হোস্ট করতে চলেছি। ফলে দারুণ এক্সাইটেড। অভিনেতা হিসেবে বরাবর নিজেকে ভেঙেছি এবং গড়েছি। এবার টেভিতে আমার পরীক্ষা। নতুন জেয়ারেশনের জন্য এই কুইজ কনটেস্টধর্মী শো দারুণ আগ্রহের বিষয় হবে বলে আমার বিশ্বাস৷ দেশের মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমি। ধন্য মনে করি নিজেকে। এবার টেলিভিশনের সঙ্গেও জীবন গড়তে চলেছি। কালারসের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুশি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584