নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:
ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের ঘাটপাড় সরুগাওয়ের লাল স্কুল এলাকায় দশমীর সকালে ধানখেতের নালার পাশে এক নাবালিকার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা । এই ঘটনায় এদিন সকালে এলাকায় উত্তেজনা ছড়ায়।
দশমীর দিন সকালে স্থানীয়রাই মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে ফালাকাটা থানা ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ বাহিনী ।
স্থানীয়দের ক্ষোভের মুখে বেলা পর্যন্ত ঘটনাস্থল থেকে পুলিশ দেহটি উদ্ধার করতে পারেনি। পুলিশের প্রাথমিক অনুমান, নবমীর রাতে ধর্ষণ করে খুন করার পর নালায় ফেলে দেওয়া হয়েছে ।
ওই নাবালিকার পরিবার থেকে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584