নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে,নাম আব্দুল কাদের। ২২ বছর বয়সী ঐ যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে তুলেছে পুলিশ। গঙ্গারামপুর থানার প্রাণসাগরের বাসুরিয়া এলাকায় সোমবার রাতে ঘটনাটি ঘটে। গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা যুবতি,তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ
জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী স্থানীয় হাই স্কুলে দশম শ্রেণির ছাত্রী। নির্যাতিতা যুবতী সোমবার বিকেলে মামার বাড়ি থেকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত আব্দুল কাদের তার পথ আটকায়। নির্যাতিতা কিশোরী ও অভিযুক্ত পরিচিত ছিল। ফলে ওই কিশোরী দাঁড়ায়। এর পর তাকে ফু্ঁসলিয়ে অভিযুক্ত যুবক ওই কিশোরীকে পাশের ব্রীজের নীচে নিয়ে যায়। সেখানে কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। সন্ধ্যায় বিষয়টি নজরে আসে স্থানীয়দের। সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার জ্ঞান ফিরলে অভিযুক্তের নাম বলে সে। এর পর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা কিশোরীর পরিবার। রাতেই অভিযুক্ত আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এদিকে এলাকায় উত্তেজনা থাকার রয়েছে পুলিশ।
এবিষয়ে নির্যাতিতার মা জানান, গতকাল তার মেয়ে মামার বাড়ি থেকে আসার পথে তার মেকে ব্রীজের নীচে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
অন্য দিকে গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছেন, অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584