শ্মশান যাত্রী নিবাসে নাবালিকাকে ধর্ষণ,গ্রেফতার ১

0
165

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

rape to the girl | newsfront.co
আক্রান্ত নাবালিকা।নিজস্ব চিত্র

মাথায় বন্দুক ঠেকিয়ে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।আর এই ঘটনা একদিন কাটতে না কাটতে আবারও একই ছবি ভেসে উঠল ক্যানিংয়ে।

টাকার প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল অপরিচিত এক যুবকের বিরুদ্ধে।এমনিই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ,ক্যানিং থানার বধূকুলা নয়াপাড়া গ্রামের ঘটনা।

rape to the girl | newsfront.co
অভিযুক্ত সাবির মোল্লা।নিজস্ব চিত্র
rape to the girl | newsfront.co
আক্রান্ত নাবালিকার কাকা।নিজস্ব চিত্র

নাবালিকার বয়স পাঁচ বছর।পরিবার সূত্রে খবর, প্রতিদিনের ন্যায় বাড়ির কিছু দূরে কালিগঙ্গা শ্মশানে একটি যাত্রী নিবাসে সব শিশুদের সাথে খেলা করত ওই নাবালিকা।

আজও খেলা করার জন্যে সেখানে যায় সে।এরপর তাকে সেখানে একা পেয়ে টাকার প্রলোভন দেয় অপরিচিত এক যুবক এবং ওই শ্মশানে যাত্রীনিবাসীর মধ্যে তাকে ধর্ষণ করে ওই যুবক।ঘটনা স্থলে নাবালিকা কে অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয় প্রতিবেশীরা।

আরও পড়ুনঃ মূক ও বধির কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

rape to the girl | newsfront.co
নিজস্ব চিত্র
rape to the girl | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় একটি নাসিংহোমে । সেখানে চিকিৎসক তাকে গুরুতর আহত অবস্থায় দেখে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়।খবর দেওয়া হয় পুলিশকে ,তারপর ক্যানিং পুলিশের সহযোগে নিয়ে আশে ক্যানিং মহকুমা হাসপাতালে।

বর্তমানে ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা।অভিযুক্ত যুবক সাবির মোল্লা , কুলতলি থানার মেরীগঞ্জ গ্রামের বাসিন্দা । অভিযুক্ত যুবককে আটক করে ক্যানিং থানার পুলিশ।ক্যানিং এ একদিনে এমন দুই ঘটনা ঘটে যাওয়ায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশি নিরাপত্তা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here