নিজস্ব সংবাদদাতা,মালদহঃ বিরল অস্ত্রপ্রচার করে শ্বাসনালীতে আটকে পড়া কয়েন বার করে এক শিশুর প্রাণ ফিরিয়ে দিলেন মালদা মেডিক্যালের চিকিৎসকেরা। প্রায় এক ঘন্টা ধরে অস্ত্রপ্রচারের পর সফল হন চিকিৎসকেরা। বর্তমানে ওই শিশু স্থিতিশীল। চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিক্যালে। ছেলের প্রাণ ফিরিয়ে পেয়ে চিকিৎসক ও মেডিক্যাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের লোকেরা। এমন সফল অস্ত্রপ্রচার করেও খুশি চিকিৎসকেরা।
পরিবার ও মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদার যাত্রাডাঙার বাসিন্দা হাসিদুর রহমান পেশায় একজন রাজমিস্ত্রী। পরিবারে রয়েছে তার স্ত্রী জুথিকা বিবি সহ দুই ছেলে মেয়ে। জানা গিয়েছে বুধবার বিকেলে দুই ভাই বোন মিলে বাড়ির পাশে খেলা করছিল। সেই সময় এক বছর পাঁচ মাসের সালাম রহমান হাতে থাকা টাকার কয়েন গিলে ফেলে। কয়েনটি গলায় আটকে প্রচন্ড শ্বাসকষ্ট হতে থাকে তার। পরিবারের লোকেরা উদ্ধার করে তাকে তড়িঘড়ি স্থানীয় মৌলপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্খাজনক থাকায় চিকিৎসকেরা তাকে মালদা মেডিক্যালে রেফার করে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ পরিবারের লোকেরা তাকে মালদা মেডিক্যালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তার অস্ত্রপ্রচার করার সিদ্ধান্ত নেয়। চিকিৎসক অতিস হালদারের নেতৃত্বে তৈরী হয় পাঁচ জনের একটি মেডিক্যাল টিম। বৃহস্পতিবার সকলে এক ঘন্টার প্রচেষ্টায় সফল হয় অস্ত্রপ্রচার। বর্তমানে স্থিতিশীল রয়েছে শিশুর অবস্থা। চিকিৎসক অতিস হালদার জানান, গলায় কয়েন আটকে পড়ায় প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিল শিশুটি ।
অস্ত্রপ্রচারের পর সে সুস্থ রযেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মেডিক্যালে।ছেলের প্রাণ ফিরিয়ে পেয়ে মা জুথিকা বিবি জানান, খেলা করার সময় আমার ছেলে কয়েন গিলে ফেলে। প্রচন্ড তার শ্বাসকষ্ট হচ্ছিল। মালদা মেডিক্যালের চিকিৎসকেরা আমার ছেলেকে বাঁচিয়ে তুলল। চিকিৎসক ও মডিকেল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584