হরষিত সিংহ,মালদহঃ
বিনা অস্ত্রপ্রচারে আধুনিক এন্ডস্কোপি উপায়ে এক কিশোরের খাদ্যনালীতে আটকে পড়া মাংসের হাড় সফল ভাবে অপসারণ করলেন চিকিৎসকদের এক প্রতিনিধি দল। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমন সাফল্য আরো একবার নিজেদের প্রমাণ করলেন চিকৎসকেরা। সরকারি হাসপাতালে এমন চিকিৎসাকে সাধুবাদ জানিয়েছেন অসুস্থ কিশোরের পরিবার। চিকিৎসকেরা জানিয়েছেন বর্তমানে রোগীর স্বাভাবিক। কয়েক ঘন্টা তাকে চিকিৎসকদের নজরদারির মধ্যে রাখা হয়েছে।
মালদা মেডিক্যাল সুত্রে জানা গিয়েছে, ওই কিশোরের নাম আব্দুল রহিম। বয়স তেরো। বাবা সাফিকুল ইসলাম। বাড়ী মালদহ জেলার পুখুরিয়া থানার কুমারগঞ্জ পঞ্চায়েতের রাণীনগর গ্রামে। গত বৃহস্পতিবার গভীর রাতে শ্বাসকষ্ট আবস্থায় পরিবারের লোকেরা তাকে মালদা মেডিক্যালে নিয়ে আসে। ভর্তির পরেই শুরু হয় চিকিৎসা। পরিবার সুত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে গ্রামে বিয়ের আনুষ্ঠানে খেতে যায় আব্দুল রহিম। মাংস খাবার সময় তার অসাবধানতায় মাংসের একটি হাড় খাদ্যনালীতে আটকে পরে। সমস্যায় পড়লে পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে স্থানীয় হাতিমারি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সমস্যা জটিল থাকায় চিকিৎসকেরা তাকে মালদা মেডিক্যালে রেফার করে। মালদা মেডিক্যালের নাক কান গলা বিভাগের চিকিৎসক এম এ রসিদের নেতৃত্বে পাঁচ জনের এক টিম তৈরী করা হয়। তাঁদের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা চালানোর পর শুক্রবার রাতে কাটা ছেড়া ছাড়ায় আধুনিক এন্ডস্কোপি উপায়ে অস্ত্রপ্রচার শুরু হয়।
প্রায় এক ঘন্টা অস্ত্রপ্রচারের পর গলার খাদ্যনালী থেকে বেরিয়ে আসে মাংসের হাড়। প্রাণে বেঁচে যায় আব্দুল রহিম। চিকিৎসকেরা জানিয়েছেন উদ্ধার হাড়টি প্রায় দুই ইঞ্চি লম্বা। বর্তমানে সে কিছুটা সুস্থ আবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। এই বিষয়ে মালদা মেডিক্যালের এমএসভিপি জ্যোতিষ চন্দ্র দাস বলেন, এন্ডুস্কোপি করে রোগীর গলা থেকে মাংসের হাড় বার করতে সফল হয়েছেন চিকিৎসকেরা। এটি একটি আধুনিক পদ্ধতি। রোগীও বর্তমানে সুস্থ রয়েছে। তবে আমরা তাকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584