১২৪ বছর পর বিরলতম প্রজাতির অর্কিডের দেখা মিলল হিমালয়ে

0
91

ওয়েব ডেস্ক, দেরাদুনঃ

১২৪ বছর আগে শেষ দেখা বিরলতম প্রজাতির অর্কিডের দেখা মিলল হিমালয়ের দুর্গম প্রান্তরে। লিপারিস পিগমিয়া এক অতি বিরল প্রজাতির অর্কিড, শুধু বিরল নয় বলা যেতে পারে অর্কিডের বিভিন্ন প্রজাতির মধ্যে এটি বিরলতম। এই প্রজাতির দুষ্প্রাপ্য অর্কিড শেষ দেখা গিয়েছিল ১২৪ বছর আগে। হিমালয়ের পশ্চিম প্রান্তে আবার দেখা মিলল তার।

Orchid | newsfront.co
সংবাদ চিত্র

পশ্চিম হিমালয়ে এই প্রজাতির অর্কিড আগে কখনো দেখা যায়নি। গত জুন মাসে উত্তরাখণ্ডের চামোলি জেলায় সপ্তকুণ্ড ট্রেকিং অভিযানে গিয়েছিলেন রাজ্য বনদফতরের গবেষণা বিভাগের দুই আধিকারিক।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮০০ মিটার উচ্চতায় বিরলতম লিপারিস পিগমিয়া (Liparis pygmaea) প্রজাতির বিরলতম অর্কিডটি দেখতে পান তাঁরা। দাবি, ৫ সেন্টিমিটার উচ্চতার এই অর্কিডে জুন মাসে ফুল ধরে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অর্কিড বিশেষজ্ঞ জীবন সিং জালাল জানান এই তথ্য।

আরও পড়ুনঃ উপাসনাস্থল খুলতে কেন্দ্র-রাজ্যের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট

জানা গিয়েছে, ১৮৭৭ ও ১৮৯২ সালে সিকিমে এবং ১৮৯৬ সালে পশ্চিমবঙ্গে লিপারিস পিগমিয়া প্রজাতির অর্কিডটি দেখা গিয়েছিল। প্রায় একশো বছর পরে তার দেখা মিলল পশ্চিম হিমালয়ের দুর্গম প্রান্তরে। পাহাড়ি বুগিয়ালে ফুটে থাকা এই অর্কিড সংরক্ষণ করা জরুরি বলেও জানিয়েছেন জালাল।

ভারতে প্রায় ১,২৫০ প্রজাতির অর্কিড দেখা যায়। এর মধ্যে শুধুমাত্র উত্তরখণ্ডেই পাওয়া যায় প্রায় ২৫০ প্রজাতি। পাহাড়ের ৩,১০০ মিটার থেকে ৩,৯০০ মিটার উচ্চতায় এই সমস্ত অর্কিড প্রজাতির দেখা পাওয়া যায়।

আরও পড়ুনঃ স্ব-নিধি প্রকল্পে এবার অনলাইনে মিলবে ‘স্ট্রিট ফুড’

বিরলতম লিপারিস পিগমিয়া প্রজাতির অর্কিডের তিনটি নমুনা বিশ্লেষণ করেন জালাল এবং বোটানিক্যাল সার্ভের আর এক উদ্ভিদ বিজ্ঞানী। তাঁরা দুই জন এবং অর্কিডটি খুঁজে পাওয়া দুই গবেষক মিলে গত ৩০ জুলাই ফরাসি ‘রিচার্ডিয়ানা’ জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

গবেষণাপত্র অনুযায়ী, লিপারিস অর্কিড পরিবারের এক বৃহৎ শ্রেণি, যার অন্তর্ভুক্ত প্রায় ৩২০টি প্রজাতি। এর মধ্যে ভারতে দেখতে পাওয়া যায় ৪৮টি প্রজাতি। এই ৪৮টি প্রজাতির মধ্যে আবার পশ্চিম হিমালয়ে দেখা গিয়েছে ১০টি প্রজাতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here