নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিরল প্রজাতির সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের কান্দিতে। বিরল প্রজাতির ওই শাঁখামুটি সাপ উদ্ধারের পর বনকর্মীরা বনদপ্তরে নিয়ে যায়।
শাঁখামুটি সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেমো এলাকায়। কান্দির জেমো এলাকায় সাপটিকে প্রথমে একটি বাড়ির পাশে গর্তে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর তড়িঘড়ি কান্দির বনদপ্তরে খবর দেয় এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ জঙ্গিপুরে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিড়ি শ্রমিকদের
খবর পেয়ে বনকর্মীরা দ্রুত এলাকায় পৌঁছে সাপটিকে উদ্ধার করে এবং অভয়ারণ্য ছেড়ে দেবার উদ্দেশ্যে কান্দির বনদপ্তরে ওই শাঁখামুটি সাপটিকে নিয়ে যায় বনকর্মীরা। বনকর্মীদের তৎপরতায় খুশি এলাকাবাসীরা। বনকর্মীরা জানিয়েছেন, শাঁখামুটি প্রজাতির সাপ বর্তমানে বিরল সংরক্ষণের জন্য কোনো অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584