নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
মেখলীগঞ্জ ও তুফানগঞ্জের পরে এবার খোদ কোচবিহার শহরে দেখা মিলল বিরল প্রজাতির ট্যারেন্টুলা মাকড়সার। কোচবিহার শহরের ১৮ নং ওয়ার্ডের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাকোড়সাটিকে দেখতে পাওয়া যায়।
জানা যায়, এদিন সকালে স্কুল ভবনের কাজ চলছিল সেই সময় স্কুলের পেছনের দিক পরিস্কার করার সময় জঙ্গলের ভেতরে মাকড়সাটি দেখতে পান অলোকেশ কার্জি নামে এক কর্মী। এরপর একটি প্লাস্টিকের বোতলে সেটিকে আটকে রাখেন তিনি। অলোকেশ জানান, “এর আগেও টিভিতে ট্যারেন্টুলা মাকড়সা দেখেছি তাই এই মাকড়সাটি কে চিনতে পেরেছি”।
এদিকে বাচ্চাদের স্কুলে ও শহরের মাঝখানে এই ধরনের এক বিষাক্ত মাকড়সা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাধারন মানুষের মধ্যে। স্কুল শিক্ষক পরেশ চন্দ্র রায় জানান,” স্কুল থেকে কর্মী দিয়ে স্কুল চত্ত্বর পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই সাথে ছাত্রছাত্রী দের জন্য বিশেষ কিছু সতর্কতা রাখা হচ্ছে। স্কুলের তরফে বন দফতরের সাথে যোগাযোগ করা হয়েছে। মাকড়সাটি বন দফতরের হাতে তুলে দেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584