বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার,ধৃত চার

0
56

সুদীপ পাল,বর্ধমানঃ

Rare species tortoises recovered
উদ্ধার হওয়া কচ্ছপ।নিজস্ব চিত্র

দুর্গাপুর স্টেশনে ডাউন দুন এক্সপ্রেস ট্রেন থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল সিআইডি।এর আগে ২০১৮ তে ৮ অক্টোবর দুপুরে মেমারি স্টেশনে ডাউন দুন এক্সপ্রেসের সাধারণ কামরা থেকে ১১টি বস্তায় প্রায় দেড়শো কচ্ছপ উদ্ধার হয়েছিল।তাছাড়া ১৭ ও ২৯ নভেম্বর এবং এই বছরের ১২, ১৪ জানুয়ারি, কচ্ছপ উদ্ধার হয় বর্ধমান স্টেশনে,দুন এক্সপ্রেস থেকেই।বন দফতর থেকে জানা যায় গ্যাঞ্জেস সফ্‌ট শেলড টার্টেল প্রজাতির কচ্ছপ এবারে পাচার করা হচ্ছিল।ঘটনায় অভিযুক্ত চারজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতদের নাম লক্ষ্মণ কুমার, রাজ কুমার, সুশীল কুমার ও রাজু কুমার। দুন এক্সপ্রেসের নাম কেন বারবার জড়়িয়ে যাচ্ছে এই কারবারের সঙ্গে, উঠেছে সে প্রশ্নও। জানা যায়, দুর্গাপুর স্টেশনে ট্রেনের এস-১১কামরা থেকে ২২টি ট্যুরিস্ট ব্যাগ ভর্তি কচ্ছপ উদ্ধার হয়। মোট ৬৮৯টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।পাচারকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন: পানীয় জলের দাবীতে পথ অবরোধ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here