নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২নং ব্লকের দক্ষিণ খাড় স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিরল প্রজাতির গিরগিটি রাস্তা দিয়ে পারাপার হওয়ার সময় দেখতে পায় স্থানীয়রা। এই গিরগিটি রং বদলায়।
এই ধরণের গিরগিটি খুব কম দেখতে পাওয়া যায় বলে জানা যায় স্থানীয় সূত্রে, তাই এই বিরল প্রজাতির গিরগিটিকে দেখার জন্য স্থানীয় জনগন ভিড় জমায়। স্থানীয় জনগন বন দফতরে খবর দিলে বনকর্মীরা এসে উদ্ধার করে গিরগিটিটিকে নিয়ে যায় ।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে সৌরচালিত জল প্রকল্পের শিলান্যাস
স্থানীয় জনগন বলেন,এই ধরণের গিরগিটি কখনও দেখেনি ৷ জানাগেছে ,রাস্তার পাশের এক নয়ানজুলি থেকে উঠে রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তির নজরে আসে এই গিরগিটিটি।
এমন বিরল ধরণের গিরগিটি দেখতে পেয়ে সেটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় বলে জানায় স্থানীয় জনগন। এমন গিরগিটি দেখতে বহু মানুষের ভিড় জমে ঘটনাস্থলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584