সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
সুন্দরবনবাসীর মধ্যে বুলবুল ঘূর্নিঝড়ের আতঙ্ক কাটেনি এখনও। তবুও তাঁরা হতাশা বুকে নিয়েই রাস উৎসবে মেতেছেন। কাকদ্বীপ ব্লকের ১০ নং নাগের মহল গ্রামের প্রবীণ-নবীনরা রাস উৎসবে মেতেছেন। ‘হরিবো্ল সংঘের’ রাস উৎসব ২১ বছরে পড়েছে এবার।
পাট কাঠির নয় ফুট উচ্চতার রাধা-কৃষ্ণের মূর্তি দর্শনার্থীদের সামনে তুলে ধরেছেন উদ্যক্তারা। পূজা ঘিরে উদ্দীপনা বাড়াতে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে বারো মাসে তেরো পার্বন কাহিনী।
বৈশাখ মাস থেকে শুরু করে জৈষ্ঠ্য মাসের জামাই ষষ্ঠি, কোথাও আষাঢ়ের রথযাত্রা থেকে পৌষের পিঠা পার্বনের দৃশ্য। ফাল্গুনের দোল উৎসব থেকে চৈত্রের চরক মেলার দৃশ্য তুলে ধরা হয়েছে।
আরও পড়ুনঃ রাসমেলার জানা-অজানা তথ্য নিয়ে প্রকাশিত ‘কোচবিহারের রাস’
এছাড়া পৌরানিকের কালিয়া দমন থেকে সীতা হরণে হনুমান সঙ্গে নিয়ে রাম-লক্ষ্মণের সাগর যাত্রার কাহিনীও রয়েছে। রয়েছে গৃহস্থের দেবী মা লক্ষ্মী পূজা অর্চনা, বাঘ ব্রাহ্মণের কাহিনী।
অন্যদিকে, ছোটদের মন জয় করতে রাখা হয়েছে রাক্ষসের ভয়ঙ্কর দৃশ্য। আটদিন ধরে চলবে নানান অনুষ্ঠান। চিৎপুরের যাত্রাপালা থেকে গাজন গান।
দক্ষিণ সুন্দরবনে ১০ নং নাগের মহল গ্রামে রাস উৎসব প্রচলন করেন গ্রামের গুটি কয়েক মহিলা। নানান দোকান বসেছে রাস উৎসব ঘিরে। খাদ্য রসিক বাঙালির নানান রুচির খাবারের ভিড় রয়েছে।
আত্মীয় সমাগমে ভরপুর হয়েছে গোটা গ্রাম। রাস উৎসবের সম্পাদক রমেশ বৈরাগী, সভাপতি প্রকাশ বৈরাগী-সহ উদ্যোক্তাদের উদ্দীপনা বাড়িয়েছে প্রবীণ-নবীনদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584