নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
গোপীবল্লভপুর বৈষ্ণব ভাবধারার একটি উল্লেখযোগ্য পীঠস্থান। এখানকার ঠাকুরবাড়ি গুপ্ত বৃন্দাবনের ভাবধারা এখনও মেনে চলে। এলাকার মানুষের মধ্যে উড়িষ্যার রীতিনীতি অনেক লক্ষ্য করা যায়। তাই বাংলায় কিছু জনপ্রিয় না হলেও গোপীবল্লভপুর এখনও তার স্বকীয়তা বজায় রেখেছে।

কার্তিক মাসের একটি উল্লেখযোগ্য স্থানীয় উৎসব এখানে হয়ে থাকে যা হল পঞ্চক ব্রত। গোপীবল্লভপুরের সুবর্ণরেখা তীরবর্তী গ্রামের মহিলারা মূলত রাস পূর্ণিমার আগের পাঁচ দিন অর্থাৎ একাদশী থেকে সকালে বেলা নদীর ধারে এই বিশেষ ব্রত পালন করে। নদী তীরবর্তী ভট্টগোপালপুর, কুড়িচামঠ, জগন্নাথপুর এই সমস্ত গ্রাম গুলিতে গেলে সকালে দেখা যাবে মহিলারা প্রায় সবাই এই ব্রত পালনে ব্যস্ত।
আরও পড়ুন:প্রাচীন মঙ্গলপাড়ার কোলে বাড়ির রাসযাত্রা উৎসব
সূর্যোদয়ের আগে স্নান করে অর্ঘ্য দান করে এই ব্রত পালন করা হয়। এই ব্রতকে বক পঞ্চমী ব্রতও বলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584