চৈতন্যর স্মৃতি বিজড়িত রাসমণ্ডপ অবহেলায় ধ্বংসের মুখে

0
79

সুদীপ পাল,বর্ধমানঃ

অবহেলায় প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে জঙ্গলের রূপ নিয়েছে চৈতন্যদেবের সমকালীন বর্ধমানের মানকরের রাসমণ্ডপ।মানকরে গোস্বামী পরিবারের এই মণ্ডপ প্রায় বিলুপ্তির পথে।

Rash Mandap at Mankor In the face of destruction

ইতিহাস গবেষক রোহিত মাইতি বলেন, কথিত আছে নবদ্বীপ থেকে এই পথেই পুরী গিয়েছিলেন বিশ্বম্ভর বা চৈতন্যদেব। তখন মানকরে অবস্থান করেন তিনি। এই সময়েই মানকরে গোস্বামী পাড়ায় রাস ও ঝুলন তিনি স্বয়ং শুরু করেছিলেন। কিন্তু ঐতিহাসিক এই মণ্ডপ এখন ধ্বংস স্তূপের আকার নিয়েছে। গোস্বামী পরিবারের বর্তমান বংশধরেরা বলেন, জায়গাটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। আগে এখানে নানা অনুষ্ঠান হত কিন্তু কালের প্রভাবে তা এখন বিলুপ্তপ্রায়। মণ্ডপটি যেভাবে এখন জঙ্গলাকীর্ণ তাতে পূর্ণ সংস্কারের জন্য ব্যাপক অর্থের প্রয়োজন ।

Rash Mandap at Mankor  In the face of destruction
ধ্বংসের স্তূপ।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সংস্কারের অভাবে ধ্বংসের পথে বল্লালঢিপি

রোহিত মাইতি বলেন, চব্বিশ বছর বয়সে কেশব ভারতীরর কাছে সন্ন্যাস নিয়ে জন্মভূমি বাংলা ত্যাগ করে ভারতের বিভিন্ন তীর্থস্থান দর্শনে যান। সম্ভবত এই সময়েই মানকরে যান ও রাসমণ্ডপ চালু করেন।
মানকরের বাসুদেব পাল বলেন,ঐতিহাসিক এই মণ্ডপটি বেঁচে থাকবে,প্রশাসন নজর দিলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here