মনিরুল হক, কোচবিহারঃ
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভার জন্য রাস মেলার মাঠকেই গুরুত্ব দিচ্ছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্ব ভবানী মোড় এলাকায় দলের জেলা কার্যালয়ে বৈঠক করে।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মণ, জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, জগদীশ বসুনিয়া সহ একাধিক নেতৃত্ব।
এদিন বৈঠক শেষে বিনয় বাবু জানান, “মুখ্যমন্ত্রীর কর্মীসভার জন্য প্রাথমিক ভাবে রাসমেলার মাঠ ও চকচকার ইন্ডাস্ট্রিয়াল মাঠ ভাবা হয়েছে। প্রথমে রাসমেলার মাঠকে গুরুত্ব দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসনের সাথে কথা বলে চূড়ান্ত করা হবে।”
আরও পড়ুনঃ বিজেপি তৃণমূলের থেকে একশো গুন খারাপ- ঘরে ফিরে জানালেন সুশান্ত
১৬ ডিসেম্বর কোচবিহারে আসছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কর্মী বৈঠক করার কথা রয়েছে তার। কোচবিহারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল দীর্ঘ দিনের সমস্যা। এই গোষ্ঠী কোন্দলের জেরে ইতিমধ্যেই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী ।
এরপরেও গোষ্ঠী কোন্দল মেটেনি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসে । গোষ্ঠী কোন্দলের জেরে আসন্ন বিধানসভা নির্বাচনে অনেক তৃণমূল কর্মী জেলার বেশীর ভাগ আসন হাত ছাড়া হওয়ার আশঙ্কায় রয়েছেন।
আরও পড়ুনঃ ডোমকলে এক কর্মীসভায় নাম না করে অধীরকে আক্রমণ মীম নেতার
এই খবর তৃণমূলের রাজ্য নেতাদের কাছেও রয়েছে বলে সূত্রের খবর। আর তাই সাম্প্রতিক ভার্চুয়াল সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে সিনিয়র লিডার হিসেবে জানিয়ে সকলকে নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ভার্চুয়াল সভা থেকেই ১৬ ডিসেম্বর কোচবিহারে আসার কথা জানান মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584