নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের পঁচেটগড়ের চৌধুরী পরিবারের কিশোরায়জীউর সান্ধ্য নৌ-রাসযাত্রার ও শোভাযাত্রার মাধ্যমে রাসমেলার সূচনা হয়।
পঁচেটগড় রাজবাড়ি থেকে শোভাযাত্রার মাধ্যমে রাসমঞ্চে আসবেন কিশোরায়জীউ- সহ রাধাকৃষ্ণের বিগ্রহ। এ দিন এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।
পঁচেটগড় দেবোত্তর সেবায়েত বোর্ডের সম্পাদক চৌধুরী সুব্রত নন্দন দাসমহাপাত্র বলেন, রাস উৎসব এ বার ৫০০ বছরে পদার্পণ করল।চিরাচরিত প্রথা ও রীতি অনুযায়ী পঁচেটগড় রাজবাড়ির মন্দিরের কুলদেবতা সহকারে শোভাযাত্রার রাসমঞ্চে আগমন হয়।
আগামী দশদিন ধরে চলবে মেলা। মেলার ক’দিন যদুভট্টের গানের আসর বসবে পঁচেটগড় রাজবাড়ীতে।মেলা উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।” উপস্থিত ছিলেন পঁচেটগড় দেবোত্তর সেবায়েত বোর্ডের সভাপতি চৌধুরী হিমাদ্রী নন্দন দাসমহাপাত্র ও ম্যানেজার কিশোর কুমার দাস প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584