ইন্দ্রাণী হালদারের বাড়ির রথযাত্রা উৎসব পেল থিমের ছোঁয়া

0
203

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Actress Indrani haldar
ছবি সৌজন্যেঃ ফেসবুক

অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের বাড়িতে জগন্নাথ দেবের আরাধনার কথা প্রায় সকলেরই জানা। ‘শ্রীময়ী’র সেট থেকে ছুটি নিয়ে আজ তিনি সারাটা দিন কাটালেন পরিবারের সঙ্গে জগন্নাথদেবের আরাধনায়।জগন্নাথ দেবকে এবার তিনি সাজালেন নবরূপে।

Indrani Haldar
ইন্দ্রাণী হালদার। ছবি সৌজন্যেঃ ফেসবুক

সূত্রের খবর, এবার থিমের ছোঁয়া পেল অভিনেত্রীর বাড়ির রথযাত্রা। থিম ‘প্রকৃতি’। গোটা বিশ্বে অতিমারীর দাপটে স্বাভাবিক জনজীবন আজ বিপর্যস্ত। সেই কথা মাথায় রেখেই ইন্দ্রাণী হালদারের এবারের এমন থিম-ভাবনা। তবে, কোভিডের কারণে আয়োজনের কলেবর ছোট হয়েছে এবার।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায় না কি ইন্দিরা গান্ধী! শ্রীলেখার নতুন লুক যেন চকিতে চমক

প্রসঙ্গত, বিগত ৭ বছর ধরে অভিনেত্রীর বাড়িতে এই পুজো হয়ে আসছে। এলাহি আয়োজনে লোক গমগম করে তাঁর নিউ আলিপুরের বাড়িতে। তবে, গত বছর থেকে সেই চিত্র পাল্টে গেছে৷ এবারও তাই ঘরোয়া আবহেই জগন্নাথ দেবের আরাধনা সারলেন অভিনেত্রী। ঈশ্বরের কাছে ইন্দ্রাণীর একটাই প্রার্থনা- ‘প্রকৃতি শান্ত হোক’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here