নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রথযাত্রা মানে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রথযাত্রা। যা যথেষ্ট তাক লাগিয়ে দেয় গোটা রাজ্যকে। কিন্তু এই বছর মহামারী ভাইরাসের ফলে সেই তাক লাগানোর রথযাত্রা কার্যত নিস্তব্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই রথযাত্রা এবছর ২৪৪ তম বর্ষে পা দিয়েছে।
রথযাত্রার দিনে বসত মেলার সম্ভার, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই রথ দেখার জন্য ভিড় জমাতেন মহিষাদল রথযাত্রায়। তবে এই বছর মহিষাদল রাজ পরিবারের ২৪৪ বছরের রথ করোনা মহামারীর জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও নিয়ম মেনে আগেরদিন লেথ উৎসব পালন করল মহিষাদল রাজ পরিবার।
আরও পড়ুনঃ বন্ধ থাকছে বীরপাড়ার রথ যাত্রা
মন্দির থেকে শালগ্রাম শিলা নিয়ে এসে রথ সাজিয়ে পূজার্চনা করা হয়।প্রশাসনের পক্ষ থেকে বার বার ঘোষণা করা হয় অযথা ভিড় না করে দূরত্ব বজায় রেখেই এই মাঙ্গলিক অনুষ্ঠান দেখার জন্য। তবে নিয়ম মেনে পূজা-অর্চনা চললেও কার্যত মন ভেঙে গিয়েছে এলাকার মানুষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584