নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা কবলে পড়ে বন্ধ হয়ে গেল মাদারিহাট বীরপাড়া ব্লকের বহু প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা।

এই রথযাত্রা উপলক্ষ্য প্রতি বছর কয়েক হাজার ভক্তের সমাগম হয় চা বাগান বেষ্টিত বীরপাড়ার এই তীর্থ ভূমিতে। রথের দড়িতে টান দিতে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন কয়েক হাজার পূর্ণার্থী। নিদিষ্ট দিনের আগেই শুরু হয় রথের প্রস্তুতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা রকমারি দোকান সাজিয়ে বসেন। কিন্তু করোনার কাঁটায় এবার বন্ধ হয়ে গেল ডুয়ার্সের বৃহত্তম রথযাত্রা।
আরও পড়ুনঃ একশো আশি বছরে এই প্রথম মালদহে রথের চাকা ঘুরবে না
কমিটির সম্পাদক সোনা সরকার বলেন, ‘১৯৬২ সাল থেকে রথ যাত্রা হয়ে আসছে।করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবছর রথ যাত্রা বন্ধ রাখা হয়েছে। তবে সরকারি নিয়ম মেনে দূরত্ব বিধি বজায় রেখে নিষ্ঠা সহকারে পূজা করা হবে।’ এ বিষয়ে সভাপতি পঙ্কজ দাস বলেন, ‘নিয়ম নিষ্ঠা মেনে মন্দিরে শুধু পূজাটুকু করা হবে। তবে কোন জমায়েত হবে না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584