মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের রথযাত্রা ঘিরে উদ্দীপনা কালিয়াগঞ্জে

0
148

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

rath yatra of mahendraganj Nat temple | newsfront.co
নিজস্ব চিত্র

হাজার হাজার মানুষের মাঝে থেকে আজ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রায় সকলের সাথে দড়ি টানলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিকচন্দ্র পাল।

rath yatra of mahendraganj Nat temple | newsfront.co
নিজস্ব চিত্র

উত্তরবঙ্গের যে সমস্ত জায়গায় আজ রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে মহা ধুমধামের সঙ্গে তার মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের রথযাত্রা।তাই প্রতিবারের মতো এবারও এই দিনটিকে কোনভাবে মিস করতে চাননা সাধারণ মানুষ।

rath yatra of mahendraganj Nat temple | newsfront.co
নিজস্ব চিত্র

প্রচুর ভক্তবৃন্দের সমারোহে আজ এই নাটমন্দির চত্বর যেন হয়ে উঠেছে মহামিলন ক্ষেত্র।সব ধর্ম বর্ণ জাতি ভেদকে উপেক্ষা করে এই রথযাত্রায় প্রচুর মানুষ উপস্থিত হয়েছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে।

এই রথ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রধান কার্তিকচন্দ্র পালকে।

rath yatra of mahendraganj Nat temple | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি জানান,ছোটবেলা থেকেই এই ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের রথযাত্রা তিনি সামিল থাকেন। সকলের সাথে তিনিও প্রতিবার চিনি, কলা বাতাসা এবং নটকন ফল সকলের মাঝে ছিটান।এদিন তিনি সকলের মঙ্গল কামনা করে কালিয়াগঞ্জবাসিকে রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানান।

এদিন মন জগন্নাথ মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উপলক্ষে কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জ থানার বিভিন্ন পুলিশ কর্মীদেরকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন।

আরও পড়ুনঃ রথকে ঘিরে পর্যটনের দাবি

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এদিন কালিগঞ্জ থানার পুলিশ কর্মী প্রতাপ মিশ্রকে দেখা যায় বলরামকে মাথায় নিয়ে রথে তুলতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here