সংক্রমণের আশঙ্কায় সিল করে দেওয়া হলো মালদহের রথবাড়ি পুলিশ ফাঁড়ি

0
69

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

করোনা সংক্রমণের আশঙ্কায় সিল করে দেওয়া হলো মালদহ শহরের রথবাড়ি পুলিশ ফাঁড়ি৷ মানিকচকের পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা ভাইরাসের প্রমাণ মিলতেই সিল করে দেওয়া হয়েছে এই ফাঁড়ি৷ সেখানে থাকা পুলিশকর্মীদেরও বর্তমানে ফাঁড়িতেই কোয়ারান্টিনে রাখা হয়েছে৷

Seal | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও এবিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন, ফাঁড়ি সিল করা হয়নি৷ তবে ওই ফাঁড়ির ৪-৫ জন পুলিশকর্মীকে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইংরেজবাজার থানা সূত্রে জানা গেছে, রথবাড়ি পুলিশ ফাঁড়িতে এই মুহূর্তে পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে ১১ জন কর্মরত৷

আরও পড়ুনঃ সকাল থেকেই লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জের বিভিন্ন এলাকা

যে শ্রমিকের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে, তাঁকে ঐ ফাঁড়ির পুলিশকর্মীরাই কোয়ারান্টিন সেন্টারে নিয়ে এসেছিলেন। একারণেই সচেতনার ঐ ফাঁড়ি আপাতত সিল করা হয়েছে। জীবাণুমুক্ত করার পরেই ফাঁড়ি স্বাভাবিক হবে। যদিও সরকারিভাবে কোন পুলিশ কর্তা কিছু বলতে চাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here