রথীজিত-নীহারিকা’র গানের প্রশংসায় পঞ্চমুখ সোনু নিগম

0
413

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এই সময়কার প্রমিসিং সঙ্গীত শিল্পী তথা রথীজিত ভট্টাচার্য। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রতি হাজির দুটি গানের সংমিশ্রণে তৈরি একটি ফিউশন। গেয়েছেন রথীজিৎ স্বয়ং এবং নীহারিকা নাথ। গানদুটির মধ্যে একটি সোনু নিগমের কণ্ঠে আগে শুনেছেন শ্রোতা, অন্যটি গেয়েছিলেন নুসরত ফতেহ আলি খান।

Soona Soona | newsfront.co

সেই দুটিকেই আবার গাইলেন রথীজিৎ এবং নীহারিকা। তবে, নিজেদের ঢঙে। আর তাতে বেশ খুশি সোনু নিগম। নিজের গাওয়া গান আগামী প্রতিভাদের কাছে অনুপ্রেরণার রসদ হিসেবে দেখে আপ্লুত তিনি।

আর তাই নীহারিকা এবং রথীজিতের গানের লিঙ্ক তিনি নিজের পেজ-এ শেয়ার করেছেন। রথীজিৎ ও নীহারিকার গানের ভূয়সী প্রশংসা করেছেন সঙ্গীত জগতের এই মহারথী।

Sonu Nigam | newsfront.co
সনু নিগম

‘সুনা সুনা’ গানটি সোনু নিগম গেয়েছিলেন ‘ক্লাসিক্যালি মাইল্ড’ নামক অ্যালবামে। আর ‘মোরা সাইয়াঁ’ গানটি ‘ব্যান্ডিট ক্যুইন’ ছবিতে গেয়েছিলেন নুসরত ফতেহ আলি খান। রথীজিৎ আর নীহারিকার কণ্ঠে এই দুটি গানের যন্ত্রানুসঙ্গে ছিলেন ঋকরাজ।

আরও পড়ুনঃ আড্ডা টাইমসে আসছে ‘উৎসব এর পরে’

তিনি বাজিয়েছেন গিটার। আর বিহু বাজিয়েছেন ড্রামস। ভায়োলিনে তরুণ দাস। ভিডিও ডিরেকশনে আয়ুস্মান গোস্বামী। সিনেমাটোগ্রাফিতে শুভজিত রায় ও বিজিত চক্রবর্তী। মেক আপ-এ আলম। মিউজিক ক্রিয়েশনে রথীজিৎ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here