নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সুপ্রিম কোর্ট পুরীর রথযাত্রাকে বিশেষ নিয়মে ছাড় দিয়েছেন। তা দেখে প্রতি বছরের মত এবছরও রথের চাকা গড়াল হেমতাবাদের বাহারাইল গ্রামে। করোনা আবহে সমস্ত নিয়ম মেনে এই রথযাত্রা মঙ্গলবার অনুষ্টিত হয়েছে। এই রথযাত্রার জন্য প্রশাসন অনুমতিও দিয়েছেন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার দুপুরে বহু বছরের প্রাচীন বাহাড়াইল রথযাত্রা কমিটি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল এবং গৌতম পালের উদ্যোগে এই রথযাত্রা পালিত হওয়ায় খুশি এলাকার মানুষ। করোনা আবহে সমস্ত নিয়ম মেনে এদিন এই রথযাত্রায় সামিল হওয়া সকল মানুষকে প্রথমে থার্মাল স্ক্যানিং, স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়।
আরও পড়ুনঃ করোনার গেরোয় আটকালো রায় চৌধুরী বাড়ির রথ
এরপর সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচশো মিটার দূরে রথ নিয়ে যাওয়া হয়। রথযাত্রা উপলক্ষ্যে স্থানীয় মন্দিরে পুজোর পাশাপাশি ভক্ত সমাগম হয়েছিল। রথের দড়ি টানার আগে গৌতমবাবু নিজের হাতে এলাকার বাসিন্দা ও পুলিশ অফিসারদের হাতে স্যানিটাইজার স্প্রে করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584